প্রতিদিন লিখে যাব
প্রতিদিন গেয়ে যাব গান,
আলস্যে রহিব না বসি
দেব তারে মোর প্রাণ।
স্মরণে স্মরণে রাখিব বরণে
মরমে আনিয়া ভুলাব অভিমান,
দেব তারে মোর প্রাণ।
গাঁথিয়া রাখিব মালা
ভুলায়ে দিতে সব জ্বালা,
ভুলায়ে দিতে সব অভিমান
দেব তারে মোর প্রাণ।
অলক্ষ্যে বসিয়া হৃদয় দ্বারে
বারে বারে মনে আনিব তারে,
স্মরিয়া মনে নতুন করে
তারে জানাব হৃদয়ে আহ্বান;
দেব তারে মোর প্রাণ।