চঞ্চল মন, এই প্রকৃতি তার
মানে না বাঁধন কোন প্রতীক্ষার।
সবই পেতে চায় কেবলই তাড়াতাড়ি
ধৈর্য্য তার যেন নেই একটুও খানি।

পরিবর্তন হয় তার প্রতি ক্ষণে
যেন স্বস্তি নেই, ছোটে কেবলই অজানার পানে।
আপনার মাঝে সে রয় পর হয়ে
কে বলো পারে তারে সামলাতে আপন হৃদয়ে!

ভালো যে লাগে না তার কোন বাধা
মুক্তির আনন্দতে সে পায় উদ্দামতা।
তার এই চঞ্চলতায় বাধা মোদের প্রাণ
ভালো মন্দ যা-ই মোরা তা যেন তার-ই দান।