হাঁটছি আমি আনমনে
এই পথে আজ
যাব আমি কোথা?
হয়ে যে এলো সাঁঝ।
গভীর শঙ্কা আছে মনে
তবু আমি আজ চলেছি
কোন সুদূরে কি রয়েছে
তার লাগি আমি ছুটেছি।

মাঝে মাঝে দেখি আলোর প্রভা
আমার সম্মুখ পানে
সেখানে গিয়ে দেখলে দেখি
তারা নেই আর সেইখানে।
আমারে নিয়ে আমিই চলেছি
সেথা আর নেই যেন কেউ
অসীম সাগরে যেমনই জানে না
কোথায় যে চলেছে  ঢেউ।