চলে গেছে, চলে গেছে
হৃদয় টুকু ফেলে গেছে
বইব তারে কেমনে?
কান্না আসে বারে বারে
পাই না খুঁজে সান্ত্বনা রে
এ ভার বইতে আর পারি নারে।

গেল যদি চলে সে
কেন হৃদয় ফেলেছে
কষ্ট কিরে দিতে মোরে
চির দিন ধরে?
পাক যত সুখ
মোরে দিয়ে দুখ
পাক সে হৃদয় মাঝে যাহা রে
ভুলিব না ভুলিব না
কভু আমি তাহারে।