আলো আঁধার মাঝের সেই আমি আজি
আলোর সন্ধান চাই আঁধারের মাঝে।
পাব কি তারে আমি এ জীবন মাঝে?
না পাই না হোক তা মোর এ জীবনে
তবুও খুঁজব আমি তারেই মনে প্রাণে।
জীবন লগ্ন শেষে বলব এসে
আলো তোমারে আমি পাই নিকো খুঁজে
হয়ত কোন ক্ষণে এসেছো তুমি মোর জীবনে
কবে আবার চলে গেছো কে জানে!
বুঝতে পারি নি আমি তোমার অস্তিত্ব
এ গ্লানি নিয়ে একদিন কাঁদবে মোর চিত্ত।