নির্জন পথ, সারি সারি গাছ
দুপাশে দিগন্ত জোড়া মাঠ....
পথ খানি চলে গেছে বহু দূরে।
পথে সঙ্গী বলতে শুধু পাখিরা;
তারা ডেকে যায় অবিরাম
সেই ডাকে নেই কোন কোলাহল,
একটু খেয়াল করলে
গানের মত শোনায়।
কি পাখি? মন তো খোঁজে না তা
মন শুধু খোঁজে মুগ্ধতা।
গাছের ফাঁক দিয়ে
মাঠে চলে যায় চোখ,
রোদ ফসলের খেলা
দেখতে হয় মুগ্ধ হয়ে।
মাঝে মাঝে বাতাস এসে
শুরু করে অন্য খেলা।
গাছে হয়ত মুকুল নেই
কোন ফুল ও ফোটে নি হয়ত
তবু কেমন একটা গন্ধ
মিশে আছে বাতাসে,
ভরিয়ে দেয় সমস্ত মন, সমস্ত প্রাণ।
মনে হয় এই তো বসন্ত
চির কালের চির বসন্ত।