পেয়েছি আমি সব, চেয়েছি যা
তা সব এক এক করে
তাই নাই যে আমার দুঃখ
আছি সুখের সাথে ভাব করে।
আমি চেয়েছি জ্যোৎস্না কে
চেয়েছি তার আলো
চেয়েছি আমি সমুদ্রকে
যা হিংস্রতার মাঝেও
প্রশান্তি আনতে পারে।
চেয়েছি আমি স্নিগ্ধ সকাল
যা কেবলই শান্ত কুয়াশা বিহীন
চেয়েছি আমি নিস্তব্ধতা
যা চির কোলাহলেও অটুট।
চেয়েছি আমি ভালবাসা
যা থাকবে মায়ায় পরিপূর্ণ।
চেয়েছি আমি সুন্দর কে
যা হবে চির কোমল
আমার চাওয়ার মতই কেবল।