ক্ষুদ্র এ জীবন যেন
কল্পলোকের ঠাঁই
কল্পলোকের লোকালয়ে
সবাই বলে কেবলই চাই।
যার আছে সেও চায়
যার নাই সেও চায়
"পরিপূর্ণ আমি, কিছু নাহি চাই"
বলে না যেন কেউই তা, এমনই সবাই।

দেখেছি একজনকে, নেই কিছু যার
আজব ব্যাপার! বলে, কিছুই চাই নে আমার
কেনো?....... এ প্রশ্ন তারেই শুধাই।
বলে -
"পেয়েছো ভুরি ভুরি
তাই আরো চাও ভরি
আমি যে পাই নি
তাই তো চাই নি।
কিছুই কি পাই নি আমি?
না না না নয় গো এমন
শূন্যে শূন্যে ভরেছি
আমি মোরে পুন্যে
তোমরা চাও ভরি
পাবে অল্প করি
আমি জমিয়ে রেখেছি চাওয়ার ভান্ডার
চাইব যে কেবলই একবার।"