তুমি আমার কে গো হও
ভাবি শুধু মনে
দিয়ে যাও মোরে আলো
প্রতি ক্ষণে ক্ষণে।
মোর মাঝে জাগাও আশা
নিরাশার ক্ষণে
ব্যথা সব ভুলায়ে দাও
সাথী হয়ে মোর সনে।
যখন আমি তন্দ্রায় রই
ভাঙাও তা এসে
দিয়ে যাও আলোর পরশ
মোর পাশে বসে।
অমঙ্গলের ছায়া মোর তরে
নাহি দাও পড়িতে
ঘিরে রাখো আমায় তুমি
তোমার ছায়াতে।
মোর তরে কর এত
মোরে ভালবেসে
চিনি না আমি তোমায় তবু
কেবলি রহ পাছে পাছে।
এত কাছে রহ মোর
শুনি তোমার সুর
তবু যেন মনে হয়
তুমি বহু দূর।
সব দিলে মোর করে
দিলে ভরে আমায়
আর যে কিছু চাই নে আমি
শুধু চাই যে দেখতে তোমায়।