এইতো এলো বলে বসন্ত
দিগন্ত হয়েছে স্পষ্ট
কুয়াশার মেঘ কেটে বেরিয়ে এসেছে সব।
ঐতো দূরের গাছ, দিগন্ত জোড়া মাঠ
সব-ই হয়েছে স্পষ্ট
আলোর ঔজ্জ্বল্য সব কিছুতে
যেন অন্ধকারের পর ভোর।
নব প্রভাতের অবগাহনে মেতেছে সবাই
চক-চকে ঝক-ঝকে হয়েগেছে সব
এই তো কিছু আগেই
আবছা আধারে সব ঢেকেছিল
সে আধার কেটে গেছে এখন।
বসন্ত নিয়ে এসেছে বাতাস
এ বাতাসে কলিরা ফুল হবে
পাখিরা উঠবে গেয়ে
নতুন পাতায় সাজবে গাছেরা
নীল হয়ে যাবে অম্বর
এইতো বসন্ত এলো বলে।