কে এলো আজ রাঙাতে জীবন
নতুন করে জাগাতে স্বপন
কে এলো রে! কে এলো আজ আমার মাঝে!
আলো হয়ে মোর আঁধার পাশে
দুললো আমার শান্ত ভুবন।
হেলা করে তারে চাইছি সাঁঝে
ভয় লাগে যেন আনতে মাঝে
অত আলো সইবে কিরে আমার আঙিনাতে?
তবুও বরিব তারে আপনার করে আজ
দূর করে মোর সকল লাজ
জানি ঘুচাবে সে মোর আঁধার রাতি
করিবে আপন মোরে, করে তার সাথী।