"মুক্তি" এসেছিল একবার, বন্ধনের মাঝে
সে মুক্তি করি নি গ্রহণ, সে যে কঠিন!
বড়'ই কঠিন সে বন্ধন।

বিশ্বাস ছিল, আশা ছিল
এই মুক্তি দেবে মোরে, এক অনন্ত প্রাণ
বিস্ময়ে ভরে দেবে আমায়!
টুটে যাবে সব অন্ধকার।

তবু কেন জানি আনি নি কাছে
রেখেছি দূর করে, অনেক দূরে।
অন্তরাত্মা'র মাঝে এখনো বাজে,
সুরে সুরে বাজে মুক্তির কথা।

ইচ্ছে করলেই স্বাদ নিতে পারতাম মুক্তির,
থাকত কিছুটা বন্ধন, তাতে কি!
আজ সেই মুক্তি কত দূরে
চাইলেও আর পাব না তারে।