ছোট্ট বেলায় স্কুলে যখন
ছুটির ঘণ্টা বাজত
হৃদয় তখন উঠত ভরে
মনে খুশির জোয়ার জাগত।
স্কুলের ঐ বন্দি রুমে
মন টি আর থাকতো না যে
উড়ে উড়ে ঘুরত কেবল
অচিন পুরের স্বপ্ন মাঝে।
স্কুলের ঐ বন্দি জীবন
তা তো আর নাই এখন
গেছে সেসব সবই চলে
স্বাধীন এখন মনের মতন।
এ স্বাধীনের শর্ত কত
গুনতে গেলে হবে শত
বাধ্য তো হায় কেউ করে না
তবু ভাঙা যায় না শর্ত।
নিজেই যেন নিজের মুক্তি
হারিয়ে ফেলেছি আজি
স্বাধীনতা আছে, মুক্তি আছে
তবু বন্ধনেই রাজি।