কত কিছু দেখার বাকি
কত আনন্দ
কত গান যে লিখতে হবে
দিতে হবে ছন্দ
ফুরোয় বেলা কেন রে তবে
এমন দুঃখ কে দেখেছে কবে
গভীর শ্বাসে তাই যেন রে
বিলাই দুখের গন্ধ।
কত যে প্রেম রয়েছে হায়
ছাড়তে তারা নাহি চায়
তবু যে মোরে যেতে হবে
ভাগ্য এমনই মন্দ।
কেন জাগে মনে আশা
শুনতে প্রাণের অপার ভাষা
গিয়ে দেখি শেষে যেন
প্রাণের দুয়ার বন্ধ।