জীবনের পথে যেতে যেতে
আজ বারে বারে থমকে যাই
অজানা শঙ্কা ঘিরে ধরে চারপাশ থেকে।
কিন্তু এখানে ছিল আলো, ছিল কোলাহল
ছিল কী অপূর্ব প্রাণের স্পন্দন;
আজ কোথায় গেল সব?
আজ শুধু এই আমি আছি, বড্ড একা...
পথ পড়ে আছে, পথিক গেছে থেমে
সময় যাচ্ছে বয়ে, সে তো যাবেই।
অনাদিকালের ডাক এসে লাগে কানে
কত আকাঙ্ক্ষিত কত তীব্র সেই ডাক;
এত দিন নিয়ে গেছে আমায়
আমিও গিয়েছি সেই ডাকের ইশারায়।
আজ থমকে গেছি, জানি না তার কারন
সময় যাচ্ছে বয়ে, অনাদিকালের ডাক আসে কানে,
এই আমি তবু থমকে আছি, নিশ্চল নিশ্চুপ,বড্ড একা।