বিরহী মন, শূন্য আকাশ
তপ্ত হৃদয়, নিভৃতে প্রকাশ
একাকী হেথা রয়েছি একা
কোন জনমে ছিল, আজ নাই তো দেখা।

প্রেম স্মৃতি তার হৃদয়ে অনিবার
জাগিয়া জাগিয়া উঠিছে বার বার
আমি আছি হেথা, সে আছে হোথা
আর মাঝে বিরহের পারাবার।