আমারে আমি দিয়েছি সঁপে
কত অজানার মাঝে
দিয়েছি সঁপে আপনারে
আমি কত কি কত কাজে।
নিজেরে বিলায়ে চেয়েছি যে কি
নাহি জানি রে ভাই
কেবলই চলেছি, কেবলই ক্ষয়েছি
দিতে কিছু পারি নি তাই।

মুক্ত হতে চাই যে এখন
সকল বাধা হেরি
আপন মনে চলতে যে চাই
আপনার মত করি।
এসব যে আজ ফুরিয়ে গেছে
নতুন চাওয়ার মাঝে
চাইতো আজ জীবনটাকে
নিয়ে যেতে সাঁঝে।
বিদায় বেলায় সকল কিছু
ছেড়ে যাব হায়
ছেড়ে যাব আমারে আমি
এক অচিন ঠিকানায়।