আজি যে সুর আমার প্রাণের মাঝে
বারে বারে কেবলই বাজে
তারে আমি প্রকাশিতে শুধু যেন চাই
তবেই বুঝি মোর আঁধারে আলো আমি পাই।
সেই সুরে আমি রচিব গান
ভরাব আবার আপন প্রাণ
শেষ বেলাতে তবেই যে রে ভাঙবে অভিমান।
সেই সুরে আছে প্রাণের আবেশ
জানি, বাহিরে আমার মরন বেশ
তবু আমি গাইব আজি সেই সুরেতে গান
ভরিয়ে দিব নতুন সুরে আমার ব্যথিত প্রাণ।
ভেতর হতে এমনি সুরে যে মোরে তুললো ভরে
শেষ বেলাতে তারে আমি আপন করে চাই
পাওয়া আমার ভরবে তবে এমন যদি পাই।