ব্যাকুল হৃদয় খানি
কি যেন চায়!
ভাবে শুধু কোথায় গিয়ে
কি পাওয়া যায়।
যে পাওয়া রয় অনেক দূরে
যারে যায় না আনা আপন ঘরে
তারেই চেয়ে হৃদয় খানি
মরে যেন হায়।
দূরের পথের দূরের রেখা
হৃদয় পটে শুধুই থাকে আঁকা।
সে পথেতে হয় না যাওয়া
হয় না কোন কিছুই পাওয়া
ব্যাকুল হৃদয় যারে খুঁজে যায়।