আমাদের সেই প্রেম
কত কত ভালোবাসা,
আবেগের লুকোচুরি
ধীরে ধীরে কাছে আসা।

নিত্য নিয়ত সুখ
চারিধার চারিপাশে
কই গেল সেই দিন
সব যে হায়!মনে ভাসে।

আমি আছি আঁধার মাঝে
চারিদিকে কি অন্ধকার,
ব্যাকুল আমার মন খানি তে
তোমার লাগি হাহাকার।

কোন জনমে পাব তোমায়
হবে আবার দেখা,
আঁধার মাঝেও চেয়ে থাকি
যদি যায় দেখা সেই পথ রেখা।