বাহার যেন বাহিরে সবার
ভিতরটা খালি শূন্য
পাপ দিয়ে যেন পূর্ণ সব
কারো মাঝে নাই কোন পুণ্য।
নিজেরে দেখাতে, নজর কাড়াতে
সবাই খুব যেন ব্যস্ত
ভিতরের সব আড়ালে ঢাকতে
সবাই সবারে করেছে ন্যস্ত।
মুখ গুলি সব এক হয়ে গেছে
পার্থক্য নাই কোনো
একই সাজে সবাই সাজে
এ কোন আজব খেলা যেন।
আসে না ক্লান্তি আসে না শ্রান্তি
সবাই বিপুল বেগে ধায়
শেষ কোথা এর জানে না কেউ
কেউ জানেওনা তারা কি যে চায়।
অতি তাড়াতাড়ি, কেউ না হারি
যেতে হবে বহু বহু দূর
পেরুতে হবে বাঁধার পাহাড়
না জানি কত নদী, কত সমুদ্দুর।
ব্যস্ত সবে মুখোশ পড়ে
করতে নিজেরে আড়াল
পুণ্য সাজে সেজে আছে সবে
অন্ধকারে ভিতরটা সবার বেহাল।
এ কোন খেলায় মেতেছে সবাই
কেউ জানে না হায়
সবাই শুধু বাহির সাজায়
হায়! ভিতর পানে কেউ না চায়।
"দেখা গেল ভাল, খুব সুন্দর"
এই কি জীবন লক্ষ্য?
ভুগছে সবাই এই ব্যাধি রোগে
যেন ব্যথিত সবার বক্ষ।
সবে যদি বলে, বাহ্যিক রূপ ভুলে
অন্তর সাজাব আজ
সত্যি সে দিন ঘুচবে কালো
পূর্ণ হবে জীবনের সব সাজ।