তোমার পাশে কেউ তো নেই
ভয় কি করো তুমি?
এই তো দেখ তোমার পাশে
আছি ওগো আমি।
চলার পথে সঙ্গ দিব
হাত টি ধরে পথ দেখাব
নয়ন ভরা স্বপ্ন দিব
কাছে থেকে মন ভরাব
সব কিছুতে পাবে ওগো
এই আমারই ছোঁয়া
এমনি করে রাঙিয়ে দিব
আরও দিব দোয়া।