তোমার আজ বৃষ্টির   দিন
আমার এখানে খরা
তোমার ঘাসে জল জমেছে
আর এখানে তপ্ত ধরা।
আমার নদী শুকিয়ে গেছে
ফাটল শত শত
তোমার নদী স্রোতস্বিনী
নয়কো আমার মত।

এখানে আবার আসবে জল
অঝর ধারা হয়ে
ভরবে নদী ভরবে মাঠ
ভরবে আমায় লয়ে।
আমার ধরা ও সবুজ হবে
ভরবে ঘাসে ঘাসে
আমিও তখন আসবো তোমার
শ্যামল ধরার পাশে।