তুমি কি ৬৯ এর আসাদ?
যার রক্ত মাখা শার্ট
বদলে দিয়েছিল পুরো দেশকে।
তুমি কি জাগ্রত জনতার প্রতিবিম্ব ?
যে ফুঁসে উঠে লন্ডভন্ড করে
দিয়েছিল অত্যাচারী কে।
তুমি আবার এসেছ ফিরে আমাদের মাঝে
৬৯ এর আসাদ ২৪ এ আবার এসেছ ফিরে।

তুমি বুক পেতে দাঁড়িয়ে গেলে
নব্য হানাদার এর সামনে।
কোথায় গেল তোমার ভয়?
কোথায় গেল তোমার শঙ্কা?
এসব যে অতি তুচ্ছ তোমার কাছে
তুমি যে ৬৯ এর আসাদ
আবার এসেছ ফিরে ২৪ এ।

আমরা আরেকটি রক্ত মাখা শার্ট পেয়েছি
যে শার্ট মেঘ শূন্য
আষাঢ় এর আকাশের তপ্ত সূর্য,
যার প্রখর তাপে নিঃশেষ হবে
সব অন্যায়, সব অনিয়ম।
আমরা আরেকটি আসাদের শার্ট পেয়েছি।
আরেকটি সূর্য  পেয়েছি আমরা
যে সূর্য নব প্রভাতের আলোয়
উদ্ভাসিত করে দেবে আমাদের।