নতুন করে বুঝা হলো
নতুন করে জানা হলো
নতুন পরশে
হৃদয় আমার উঠল মেতে
এমন হরষে।

চাওয়া খানি পাওয়ার মাঝে
আজি যেন এলো কাছে
আপন হৃদয় আপনারে
যেন আজি পেল সে।

এমনও ক্ষনে নয়ন মেলে
চারিদিকে দেখি চেয়ে
পূর্ণ আমার সব যে আজ
তারই পরশে।