তোমারে পাওয়া জানি হবে না কভু
পাইবার আশা আমি ছাড়িব না কভু
রাখো যদি মোরে কেবলই দূরে দূরে
তবু আমি তোমারে ডেকে যাব আপন সুরে।
দিতে হবে নাকো কিছু এই মোরে
দিয়ে যাব সবই তোমায় উজাড় করে
আধারে তোমার হব আমি আলো
নিজেরে বিলায়ে দিয়ে বাসিব গো ভালো।
দুখে তোমার পাশে থেকে এনে দিব সুখ
মান খানি ভাঙিয়ে তোমার রাঙাব ম্লান মুখ।
হতাশার সাগর হতে তরী করে আনব পাড়ে
এনে দিব তারেও আমি ভাল তুমি বাস যারে
তোমার চাওয়া খানি এনে দিব তোমারই কাছে
আপনারে বিলায়ে আমি রইব কেবলই পাছে
আমার রানী থাকবে সুখে এইতো দেখতে চাই
ভুলে যাক আমায় থাক তাতে ক্ষতি নাই।