তারে দেব নারে যেতে
রাখব মনে গেঁথে
তবু কেন সে যেতে চায়?
আমি বুঝি নারে হায়!

ভালবাসি ভালবাসি
হৃদয় দিয়ে বলি
তবু যায় সে চলি
মোরে ফিরে নাহি চায়
শুধুই দূরে চলে যায়।

তার পিছু আমি যাই
ফের তারে যদি পাই
মিটবে আশা যে আবার
আপনার চেয়েও আপনারে পাবার।