ঐ যে দূরে, কে যেন ডাকছে
শুনতে পাচ্ছ না তুমি?
ঐ যে আবারো
শোন শোন খুব ভালো করে
দূরের পানে কান পেতে
শুনতে কি পাচ্ছ?
আবারো বলছি শোন সে ডাক
মগ্ন হও শুধু তা শোনার জন্য
ফেলে দাও সব কাজ
মগ্ন হও সে ডাকের ইশারায়।

আমি শুনতে পাচ্ছি
আমি আমার মাঝে সে ডাক শুনতে পাচ্ছি
খুব করে, হ্যাঁ হ্যাঁ
ঐ তো সে ডাক
ঐ তো সেই মহাত্মা
আমাকেই ডাকছে, অনবরত ডাকছে
তার সেই কোমল সুরে ডাকছে তো ডাকছেই।

কিন্তু এ আমার কি হয়েছে
কেন আমি বসে?
কেন আমি নিরুত্তর?
হ্যাঁ আমি নিরুত্তর
আমার সে সাধ্য নেই
আমি যে বাঁধা অজানার ডোরে
তাইতো ঐ মধুর ডাকেও আমি নিরুত্তর
বড্ড ইচ্ছে করে
ছুটে যাই সেই খানে
ছুটে যাই আবার আমার মাঝে।

প্রতিশ্রুতি, দৃঢ় প্রতিজ্ঞা আমার
তোমাদের কাছে
বাঁধন হারা হলেই যাব
হ্যাঁ, সেখানে যাব ছুটে
দেরী না করে খুব তাড়াতাড়ি
এত ক্লান্তি এত বিষাদ
সেদিন কোথায় যাবে চলে আমার
অহর্নিশ আমি তো তারই অপেক্ষায়।