আমারে নিয়ে করতে গর্ব তোমরা কোন জন
আমি তো ছিলাম না তোমাদের গর্বের মতন।
আমি যে হারিয়ে যাব এ ছিল মোর ব্রত
বুঝলে না তা, মিছে আকাঙ্ক্ষা করলে যত।
আমি তোমাদের সবার মনে দিলেম কষ্ট
তোমরা তা না দেখার ছলে গেলে চলে, ছিল যা স্পষ্ট।
আমারে না দিলে ব্যথা ভালোবাসো বলে
না বলে তোমাদের যন্ত্রণা তোমরা গেলে চলে।
আমার মাঝেও ছিল না দেবার যন্ত্রণা
তা তোমরা তো বুঝলে না।
হারিয়ে হারিয়ে নিঃস্ব হয়ে তবু চেয়েছি দিতে
পারব না জানি তবু চেয়েছি কাছে ডাকতে।
কেবলই পেয়ে ফিরিয়েছি তোমাদেরে
যে দিবে সে তো ছিল না আমার মাঝে রে।
আমি হারিয়ে ছিলাম তারে মুক্তির নেশায়
তারেও পাই নি শেষে হারালাম সবই হেলায়।
আর ডেকো না তোমরা আমারে
যারা করতে গর্ব আমারে নিয়ে।
যে আমি করতে পারবো কিছু দান
তারে যে পাই নি এখনো তাই এ অভিমান।