ধরো, জল পড়ল
পাতা আর নড়ল না
বাঁশি বাজল
সুর আর উঠল না
কেউ কাছে এল
মন আর ভরল না
আলো জ্বলল
আঁধার আর গেল না
এমন যদি হয় গো প্রিয়া
কেমন তরো হবে
তুমি আছো সইতে দুঃখ
আমি তো নাই ভবে।