আমি ওপার থেকে বলছি
যেখানে তোমরা এখনো আস নি
আমি এসেছি, ইচ্ছে করেই এসেছি
দারুণ স্বেচ্ছাচারী যে আমি।
হিম শীতল স্পর্শে আমি ঠাণ্ডা
এখানে উষ্ণতা নেই
এখানে আলো নেই
তবু যেন আমি দেখি সব
দেখি আমি তোমাদের, দেখি আমাকে
জরাজীর্ণতার মাঝে আমি দেখি তোমাদের হাহাকার
হয়তো একদিন আমারও ছিল কিন্তু এখন নেই
কারন আমি যে দূরে, বহু দূরে তোমাদের থেকে।
আমার পথে এখন আলো নেই
আমার পথে কোন চাওয়া নেই
কোন পাওয়া নেই
আশায় বুক বাধবার ভরসা নেই
জানো এখানে হারাবার ভয় ও নেই।
কিন্তু তোমাদের সব আছে
তোমরা পেতে পারো, দিতে পারো
নতুন করে ভাবতে পারো
আমার সব শেষ হয়েছে
ইচ্ছে করেই শেষ করেছি আমি।
আমি ভুলতে চেয়েছি আমাকে
ভুলতে চেয়েছি আমি তোমাদের
এখানে এসে আমি তা হয়তো পেরেছি।
যে দুঃখ কে সবসময় ভয় করেছি
তা এখন আমার থেকে অনেক দূরে
কষ্টেরা এখন আর আমাকে চেনে না
কেউ এখানে ভালোবাসতে চায় না
আমিও বাসি না কাউকে, আগেকার মত স্বার্থপর
এখন আমি মুক্ত স্বাধীন অবাধ
এমনই তো চেয়েছিলাম
এখানে মিটলো বুঝি সেই সাধ।