তুমি হবে কি মোর প্রিয়া
আমার যা আছে সবই তোমারে দেব দিয়া।
দেব আমি আমারে তোমায়
গ্রহণ করবে মোরে এই প্রত্যাশায়।
মনের দুয়ার খুলে যে দেব আজ
তোমা অপেক্ষায় রব বসে সকাল বিকাল সাঁঝ।
প্রবেশিয়া হয়ত তুমি গ্রহণ করবে সবই
চাই যা আমি, তেমন করে।
হয়তোবা তা নয়
যা আমি ভাবি আপন ময়।
যদি না লাগে মোরে একটুও ভালো
মোর মাঝে না পাও যদি কোন আলো
তবে তা বলে দিও মোরে ডেকে কাছে
ভাল লাগা তোমার তখনই জেনে নিব পাছে।
হব তখন তোমার ভাল লাগার মতন
তখনও কি মোরে করবেনা আপন?
যদি তখনও পাছে ঠেলে রাখো মোরে
তবুও আমি চাইব তোমারে
তবুও রইব চেয়ে পথে, হয় যদি দেখা
কারন আমি যে একা।