আজকে রাতে সেই যে আমি
অমন করে আসব না
মাগবে পরশ শুধুই আমার
কিন্তু আমি থাকব না।
কষ্ট পাবে দেহ মনে
কষ্ট পাবে বুক জুড়ে
স্মৃতির আমায় পাবে শুধু
তবু যাবে বুক পুড়ে।
এমনি করে আমি হীনা
তোমার ভুবন অন্ধকার
সত্য টুকু এমনি করে
না হয় কর একটু আবিষ্কার।