আমার সকল জীবন ভরে
তুই যে ছিলি আমার তরে
আমার সকল দুঃখ সুখে
আমায় ভালবেসে।

আমার মাঝে বিলিয়ে ছিলি
সবটুকু তুই তোরে
বিলিয়ে ছিলি সবই রে তোর
কেবলই মোর করে।

চাসনিরে তুই আপনি কিছু
কেবলই দিলি মোরে
ভরিয়ে দিলি আমারে তুই
তোর সকল দান করে।