আমার ছোট্ট রবি
আমার গগন'পরে ওঠে
দিন নাই রাত নাই
সদা থাকে হৃদয় পটে।
সারাদিন ছুটোছুটি
লুকোবে আর কোথা?
যেথায় যায় সেথায় যেন
আমি উঁকি মারি হোথা।
তারে আমি দেখতে যে চাই
তাইতো চেয়ে থাকি
পাছে আবার হারিয়ে যায়
এই ভয়ে থাকি।
ভয়ে আমার বুক দুরু দুরু
আমার ছোট্ট রবি
দস্যিপনা করল বুঝি শুরু!
আলো যে তার অনেক আছে
সবাই দেখতে পায়
আমার রবির দীপ্তি আছে
তাই সবাই তারে চায়।
আমার রবি শুধুই আমার
কাহারেওনা দিব
করতে খেলা, দস্যিপনা
আমার গগন খানি দিব।