তোমার আমি ভরবো চিত্ত
সাধ্য সে মোর কই?
তোমার দান-ই তোমায় দিয়ে
একটু তুষ্ট হই।

কি দিয়ে যে ভরবো তোমায়
হৃদয় আমার কয়,
তাকিয়ে থাকি অবাক হয়ে
এ আমার পরাজয়।