অন্তরেতে কইব কথা
দূরে দূরে রহি,
নাই বা এলেম কাছে তাহার
"ভালোবাসি" কহি।

এমনি যে কাল যাবে চলে
তারেই রেখে মনে মনে,
আমার মনে বাজবে শুধু
তার-ই গাওয়া গান;
সে নাই বা জানুক এমন তর
আমার অভিমান।