আমার মনের আমিই রাজা
হেথা মোর কেউ নাই তো প্রজা,
আপন ভুবন শাসন করিছি
আপন খেয়ালে,
রাজ্য খানি ঘেরা যেন মোর
স্বপন দেয়ালে।
ইচ্ছে গুলোই আইন যেন সেথা
দুঃখ গুলো অবিচার,
কখনো আমি মানি না কিছুই
কখনো শুধু চেয়ে থাকি অবিকার।
শাসনের নামে কখনো প্রহসন
কখনো বা নিশ্চুপ,
কখনো আবার দণ্ড দেই যে
রেখে আপনারে চুপ।
আপনারে আমি আপনি শাসিছি
হয়েছি বিচারক,
কখনো আমি শাসিছি যেন গো
কখনো অপারগ।
কখনো আমি বিচার করে
দেই রে তারে সাজা,
চেয়ে দেখি পরে,দণ্ড আমি দিলেম যারে
সেই তো হল রাজা।