দুয়ারে আমার দাঁড়ায়ে আছে আমার আপনা
আমি তারে যেন গো আজও দেখি না,
অনুভবে পরশে তারে পাই আভাসে
মন দিয়ে তারে পাই, হাত দিলে পাই না।

আমার মাঝে নব সুরে সে রাখে নিজেরে ভরে
নব আলো তাই যেন আমারে আলো করে,
মনে হয় এই বুঝি দিল দেখা মোরে;
দ্বার খানি খুলে দেখি, তারে আর দেখি না।

হৃদয়ে আমার রেখেছি ভরে এই ভাবনা
চোখের দেখা তারে আর দেখিতে চাব না,
থাকে যদি কাছে, সে মোরে ভালবেসে
এমনই থাকা সে চিরদিন থাক না।