খুব নিরিবিলি
একান্তে দুই জনে,
আবার কব কথা
আপন গৃহকোণে।

রবে না কোন বাধা
চলবে আলাপন,
মধুর ক্ষণ শুধু রবে
দুঃস্বপ্নের হবে সমাপন।

আবার পাব ফিরে
দু'জন দুজনারে,
নিরিবিলি একান্তে
আমাদের ছোট্ট নীড়ে।