আমাদের পরিচয়
কতদূর বয়ে গেছে,
দিগন্তের ওপারে
দূরে, আরো যেন বহু দূরে...
সন্ধ্যা তারা দিয়ে
পথ চিনে চিনে,
কাল হতে কালান্তরে
দূরে, বহু বহু দূরে।

পথ আমাদের নিয়ে যায়
আমরাও চলি পথে,
ক্লান্তি নেই বিষাদ নেই
দুজনার মাঝে দুজনায়।
চির দিনের এই আমি
চির দিনের এই তুমি,
একাকার হয়ে আছি চেতনায়।