আমাদের নীড়....
তা, কত স্বপ্নে বোনা,
কত রং, কত রূপে 
আঁকা আলপনা।

কত ক্ষণ বসে বসে
দিবস রজনী শেষে,
মনের গহীন কোনে
করেছি তা রচনা।

দিনে দিনে বেড়েছে বাসনা
আরও রঙিন হয়েছে নীড়,
বাসনার নীড় সত্যি হবে
তাই আমরাও হয়েছি অধীর।

ফুল পাখি হাওয়া রবে
রাতে জ্যোৎস্নার আলো রবে,
থাকবে না দুঃখ কোনো
শুধুই থাকবে রঙের আবীর;
এমনই তো আমাদের নীড়।