আঁধার ঘরে আলো যে আজ আসছে ধেয়ে
বাঁধ ভাঙা এই আলোর ছোঁয়ায় যাচ্ছে যে সব ছেয়ে।
কত মাস, কত বছর, কত যুগ পরে
এত আলো এলো যে এই ঘরে।
যুগের বাণী মিথ্যা হলো, জয় হলো যে আজ
অসম্ভবের দুয়ার পেরিয়ে, আলো ঘুচায়ে দিলো সাঁঝ।
যত ভয়, যত ক্ষয়, ছিলো যত প্রলয়
আলোর পরশ লেগে আজ সব হলো চিন্ময়।
জয় উল্লাসে, আজি দিকে দিকে যেন পড়িল সারা
হৃদয় যেন ভরে গেলো আজ সে বাঁধন হারা।
সম্মুখে আজ অনন্ত এই আলোর জোয়ার
সব ভুলে আজ এস সবাই ভাসবো তাতে এবার।