আঁধারের এই আমি
থেকে যাই আঁধারে
তুমি ছুটে চলো দূরে
আলোর পানে
যেখানে নক্ষত্রের আলোয়
আলোকিত সব।
যেখানে আলোর বন্যা
সেখানে ছুটে যাও তুমি
ঝকঝকে ঐ আলো
এই আঁধারের চেয়ে ঢের ভালো।
ছুটে যাও আলোক কন্যা
ছুটে যাও আরও জোরে
আলোয় ভরে নাও নিজেকে
আর আমি রয়ে যাই এইখানে
চির আঁধারে, অসীম আঁধারে।