তোমার আছে কাজের বেলা
আমার অলস দিন
তোমার বেলার অর্থ আছে
আমি ঘুরি অর্থহীন।
তুমি আছ প্রদীপ সম
আমার আলো নাই
তোমার পানে তাকায় সবে
আর আমি অবহেলা পাই।
তবু আছি পাশাপাশি
আলো আঁধার মিশামিশি
দুজন দুজনারে প্রাণ ভরে চাই।