সুরে আমার সুর ছড়িয়ে
যে জন গেলো দূরে
যত ডাকি আকুল সুরে
আজও পাই নি আমি তারে।

বেঁধেছে সে শক্ত ডোরে
আমার মাঝে তারে ভরে
খুঁজি তারে তাই যেন গো
সকল দ্বারে দ্বারে।

এত দেওয়া কেন দিল তবে
নিজেরে যদি নাহি দেবে
রাখবে যদি অমন করে দূরে
কেন তবে মেলাল সুর আমার সুরে?