রাত হয়ে গেছে পার
প্রভাতের আশায় আশায়।
"রঙিন একটা সূর্য বদলে দেবে আমায়"
বলেছিল সে, আসবে সূর্য হয়ে;
সব দিক আলো করে অন্ধকার ধুয়ে।

আজও অপেক্ষায়, কবে আসবে সে?
সূর্য হয়ে আমার জীবনে, ভরিয়ে দিতে সব
আমি অপেক্ষায়, আজও অপেক্ষায়।