আজি এ সন্ধ্যায়
কেউ যদি মোরে চায়
আমি যে হব তার।

ডেকে আনব কাছে
সব কিছু রেখে পাছে
তার মাঝে আমারে খুঁজব আবার।

বিলায়ে দিব মোরে
তারই শূন্য অম্বরে
কিছুই যে চাইবো না আর।