সুন্দর কে? সুন্দর কে?
আজি আসিছে মম প্রাণে
দূর করি দুঃখ, দূর করি ব্যথা
রাঙিছে মন যেন সহসা আহ্বানে।
ফেলিবার পথ হতে
তুলিল সে আজ
মোরে দিল নতুন প্রাণ
জগতের অফুরান কাজ।
মম শরীরে তার ছায়া
আনিল মরমে জগতের মায়া
আঁধার কাটায়ে দিল সহসা এসে
মরমে মরমে ভালবেসে।