এমন দিনে কারে নেই বল সঙ্গী করে
কেউ তো নেই ওরে আমার তরে।
খুঁজি যেন কারে আপন করিতে
পাই নে পাই নে শুধুই কাটে সময় অপেক্ষাতে।
দিনের প্রদীপ সাঁঝে নিভে
সাঁঝের চাঁদ রাত্রে ওঠে
তবু আমার খোঁজা ফুরায় নারে মোটে।

অবহেলার দিন গুলি
স্মরি যে এখন কেবলই
তারে আমি এড়িয়ে গেছি
কত হেলা করি।
এত মায়ায় ভরা দিন গুলিতে
খুঁজতে আমি যাই নি তারে
হেলায় হেলায় কেটেছে বেলা
খোঁজার সময় করে হেলা
আজ আমি তাই নিঃস্ব যেন
পথের'পরে পড়ে
কেউ তো নেই ওরে আমার তরে।